bus_ticket_eid

বিডি নীয়ালা নিউজ(২৩ই  আগস্ট ২০১৬ইং)-ডেস্ক রিপোর্টঃ  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুরু হয়েছে বাসের অগ্রিম টিকিট বিক্রি।

মঙ্গলবার সকাল ৬টা থেকে টিকিট বিক্রি শুরু হয়। গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখে গেছে টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন। টিকিট প্রত্যাশীরা জানান, তারা টিকিটের জন্য ভোর থেকে লাইনে দাঁড়িয়ে আছেন।

গাবতলীর সাকুরা বাস কাউন্টারের ম্যানেজার মাইনুল ইসলাম বলেন, এবার ৮ ও ৯ সেপ্টেম্বরের টিকিটের চাহিদা বেশি। কারণ ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার হওয়ায় অনেকেই অফিস করে ওই দিনই বাড়ির উদ্দেশে রওনা দেবেন। যারা ওই দিনের টিকিট পাবেন না, তারা পরদিন ৯ সেপ্টেম্বরের বাড়ি যাবেন।

তিনি জানান, আজ যারা টিকিট কিনতে এসেছেন তাদের অধিকাংশই ওই ২ দিনের টিকিট সংগ্রহ করছেন।

হানিফ পরিবহনের গাবতলী কাউন্টারের ব্যবস্থাপক মোশাররফ হোসেন জানান, ৮ ও ৯ সেপ্টেম্বরের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি।

এর আগে বাস মালিকদের একাংশের সিদ্ধান্ত ছিল, ২৬ আগস্ট শুক্রবার থেকে আগাম টিকিট বিক্রি শুরু হবে। তবে মালিক সংগঠন বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী আজ সকাল ৬টা থেকেই গাবতলী থেকে বাসের আগাম টিকিট বিক্রি শুরু হয়।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ অথবা ১৩ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

 

 

 

 

 

রাই/বিডি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে