weather

বিডি নীয়ালা নিউজ(১৯ ফেব্রুয়ারী১৬)- ডেস্ক রিপোর্টঃ

বিষয় : প্রতিদিন আবহাওয়া বার্তা।
তারিখ : ১৯ ই ফেব্রুয়ারি ২০১৬ বৃহস্পতিবার ।।
আকাশ : দেশের আকাশ আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত ভালো থাকবে ইন্সাআল্লাহ।
তাপমাত্রা : রাতের তাপমাত্রা সামান্য হ্রাস ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতেপারে।
বৃষ্টি : তেমন কোন সম্বাবনা দেখা যাচ্ছেনা।
কুয়াশা পাত : দেশের অনেক এলাকায় কুয়াশা পাত হতেপারে।
কুয়াশা : সন্ধ্যা রাত হতে সকাল পর্যন্ত দেশের অনেক এলাকায় ঘন কুয়াশা পড়তেপারে (বিশেষকরে নদী অববাহিকায়) তাই রাতে জলযান সতর্কতা নিয়ে চালাবেন।
উজ্জ্বল সূর্যের কিরণ : ৪ থেকে ৭ ঘন্টা পাওয়া যাবে।
কুয়াশা প্রবাহ :
শৈতপ্রবাহ : স্বাভাবিক
পরবর্তী শৈতপ্রবাহ : নিশি ১ আসছে। ( মার্চ)
বঙ্গপোসাগর : নিরাপদ আছে।।
ধোয়াশা প্রবাহ : চালু আছে দেশের সকল এলাকায়।
বজ্রপাত :
কোয়াশা পয়েন্ট : +১৯°সে.
পশ্চিমা জেট বায়ু : সক্রিয় আছে
G-4 : স্বাভাবিক আছে
ভূমিকম্প :
ঘূর্ণিঝড় :
তাপপ্রবাহ :
পরবর্তীতে বৃষ্টি বলয় নিশান এর সক্রিয় অঞ্চল আপনাদের মানচিত্রের দ্বারা বোঝানো হবে ইন্সাআল্লাহ।
বৃষ্টি বলয় : নিশান আসছে।
কালবৈশাখী : বৃষ্টি বলয় নিশান চলাকালীন সময়ে
শিলাবৃস্টি : বৃষ্টি বলয় নিশান চলাকালীন সময়ে।
সমুদ্র বন্দর : নিরাপদ আছে
সূর্যোদয় : সকাল ০৬:২৯ মিনিটে ( ঢাকায়)
সূর্যাস্ত : সন্ধ্যা ০৫:৫৫ মিনিটে (ঢাকায়)
দিনের দৈর্ঘ্য :১১ ঘন্টা ২৬ মিনিট (ঢাকায়)
সূর্যের সর্বোচ্চ অবস্থান ৩৪.৩৫° দক্ষিণে।

সুত্রঃ আবহাওয়া অফিস ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে