weather

বিডি নীয়ালা নিউজ(২২ই এপ্রিল১৬)- নিজস্ব প্রতিবেদনঃ

বিষয় : প্রতিদিন আবহাওয়া বার্তা।
তারিখ : ২২ই এপ্রিল ২০১৬ রবিবার।
আকাশ : দেশের আকাশ প্রায় পরিস্কার থাকতেপারে।

তাপমাত্রা : রাত ও দিনের গড় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে।

বৃষ্টি : পঞ্চগড়, কুড়িগ্রাম ও এর পার্শ্ববর্তী এলাকায় কিছুটা হতেপারে।

উজ্জ্বল সূর্যের আলো : ৯ থেকে ১০ ঘন্টা পাওয়া যেতেপারে।

****দিন ও রাতের ভিতরে তাপমাত্রা তারতম্যের আধিক্য মোটামুটি বিরাজ করতেপারে।

বঙ্গপোসাগর : নিরাপদ আছে।।

মেঘের মিলনস্থল :
বাতাস বিযুক্তি স্থান :

ধোয়াশা প্রবাহ : স্বাভাবিক আছে
বজ্রপাত :
কালবৈশাখী : যে কোন সময় আঘাত হানতে পারে।
কোয়াশা পয়েন্ট : +৮°সে.
পশ্চিমা জেট বায়ু : সক্রিয় আছে
G-4 : সক্রিয় দেশের মধ্য অঞ্চলে (৩)
G-3 : দেশের উপকূলে (৫)
বৃষ্টি বলয় আসছে ২৭ শে মার্চ হতে ৪ ঠা এপ্রিল
ভূমিকম্প : আবার সম্বাবনা তৈরি হয়েছে।
ঘূর্ণিঝড় :
তাপপ্রবাহ : দিনের বেলায় হালকা আছে
সমুদ্র বন্দর : নিরাপদ আছে
দিনের দৈর্ঘ্য : ১২ ঘন্টা ১৭ মিনিট (ঢাকায়)
সূর্যের সর্বোচ্চ অবস্থান ২১.৪০° দক্ষিণে।
27 th March maximum and minimum temperature 8 division in Bangladesh।

Division : maximum : minimum :
Dhaka : +38°c. +32°c.
Chittagong : +34°c. +25°c.
Rajshahi : +34°c. +21°c.
Khulna : +35°c. +23°c.
Barisal : +34°c. +23°c.
Sylhet : +33°c. +21°c.
Rangpur : +34°c. +21°c.
Mymenshing : +33°c. +22°c.

Kolkata : +34°c. +24°c. India

 

Sunrise : 5.34 AM , Sunset : 6.23 PM

 

সূত্রঃ আবহাওয়া অধিদপ্তর।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে