weather-1

বিডি নীয়ালা নিউজ(১০ এপ্রিল১৬)- নিজস্ব প্রতিবেদনঃ

আজ ১০/০৪/২০১৬ খ্রিঃ তারিখ সন্ধ্যা ০৬ টা থেকে আগামিকাল ১১/০৪/২০১৬ খ্রিঃ তারিখ সন্ধ্যা ০৬ টা পর্যন্ত চট্টগ্রাম ও এর পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার স্থানীয় পূর্বাভাসঃ
আবহাওয়াঃ
আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে ।
রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
বাতাসের দিক ও গতিবেগঃ দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক হতে ঘণ্টায় ১২- ২০ কিঃ মিঃ বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত (বিকাল ০৩ টা পর্যন্ত) : নেই।
আজ ১০/০৪/২০১৬ খ্রিঃ তারিখের সর্বোচ্চ তাপমাত্রা : ৩২.৬º সেঃ যা স্বাভাবিকের চেয়ে ০.৮º সেঃ বেশি ।
এবং সর্বনিম্ন তাপমাত্রা : ২৬.১º সেঃ যা স্বাভাবিকের চেয়ে ২.৭º সেঃ বেশি ।
আগামিকাল ১০/০৪/২০১৬ খ্রিঃ তারিখের সূর্যোদয় : ভোর ০৫ টা ৩৭ মিনিট ।
এবং সূর্যাস্ত : সন্ধ্যা ০৬ টা ১১ মিনিট ।
আগামিকাল ১০/০৪/২০১৬ খ্রিঃ তারিখে কর্ণফুলী নদীর জোয়ার- ভাটার সময় সূচী:
প্রথম ভাটা শুরু : রাত ০২ টা ২৪ মিনিট ; উচ্চতা : ৪.৩৪ মিটার।
প্রথম জোয়ার শুরু : সকাল ০৯ টা ০২ মিনিট ; উচ্চতা : ০.৫১ মিটার।
দ্বিতীয় ভাটা শুরু : দুপুর ০২ টা ৪৬ মিনিট ; উচ্চতা : ৪.৫৬ মিটার।
দ্বিতীয় জোয়ার শুরু : রাত ০৯ টা ৩১ মিনিট ; উচ্চতা : ০.৬১ মিটার।

চট্টগ্রাম সমুদ্র বন্দরের জন্য সতর্কবাণী : নেই ।
এবং নদী বন্দরের জন্য সতর্কবাণী : নেই।

সূত্রঃ আবহাওয়া অধিদপ্তর।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে