image_202397.abhawa-2-1-300x200
বিডি নীয়ালা নিউজ( মার্চ১৬)- নিজস্ব প্রতিবেদনঃ

তারিখ : ২৩ শে মার্চ ২০১৬ বুধবার।।
আকাশ : দেশের আকাশ প্রায় পরিস্কার থাকতেপারে।

তাপমাত্রা : দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতেপারে।

বৃষ্টি : দেশের পুর্বো ও উত্তর পুর্বো দিকের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে কিছুটা হতেপারে।

কুয়াশা প্রবাহ : বন্ধ আছে

কুয়াশা : গভীর রাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তেপারে।

উজ্জ্বল সূর্যের আলো : দেশের দক্ষিণ ও মধ্য অঞ্চলে ৮ থেকে ১০ ঘন্টা পাওয়া যাবে। সিলেট চট্টগ্রাম ৫ থেকে ৮ ঘন্টা পাওয়া যাবে।

শৈতপ্রবাহ : শেষ রাতে খুবই সামান্য।

****দিন ও রাতের ভিতরে তাপমাত্রা তারতম্যের ব্যাপক আধিক্য বিরাজ করতেপারে।

বঙ্গপোসাগর : নিরাপদ আছে।।

মেঘের মিলনস্থল :
বাতাস বিযুক্তি স্থান : নাটোর জেলা।

ধোয়াশা প্রবাহ : স্বাভাবিক আছে
বজ্রপাত : বৃষ্টি বাহি এলাকায়।
কালবৈশাখী : বৃষ্টি বাহি এলাকার কিছু কিছু এলাকায় হতেপারে।
কোয়াশা পয়েন্ট : +১৯°সে.
পশ্চিমা জেট বায়ু : সক্রিয় আছে
G-4 : সক্রিয়
G-3 : আসছে
বৃষ্টি বলয় আসছে তবে, প্রলয় নয় প্রলয় এপ্রিল মাসে।
ভূমিকম্প : আবার সম্বাবনা তৈরি হয়েছে।
ঘূর্ণিঝড় :
তাপপ্রবাহ : দিনের বেলায় হালকা আছে
সমুদ্র বন্দর : নিরাপদ আছে
সূর্যোদয় : সকাল ০৫:৫৯ মিনিটে ( ঢাকায়)
সূর্যাস্ত : সন্ধ্যা ০৬:১০ মিনিটে (ঢাকায়)
দিনের দৈর্ঘ্য : ১২ ঘন্টা ১১ মিনিট (ঢাকায়)
সূর্যের সর্বোচ্চ অবস্থান ২২.৮০° দক্ষিণে।
23 th March maximum and minimum temperature 8 division in Bangladesh।

Division : maximum : minimum :
Dhaka : +34°c. +23°c.
Chittagong : +33°c. +23°c.
Rajshahi : +32°c. +22°c.
Khulna : +35°c. +22°c.
Barisal : +34°c. +21°c.
Sylhet : +31°c. +21°c.
Rangpur : +34°c. +22°c.
Mymenshing : +34°c. +22°c.

Kolkata : +34°c. +22°c. India

 

সূত্রঃ আবহাওয়া অফিস।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে