weather

বিডি নীয়ালা নিউজ(২২ই ফেব্রুয়ারী১৬)- ডেস্ক রিপোর্টঃ
বিষয় : বৃষ্টি বলয় নিশান ( মাঝারি বৃষ্টি বলয়)
সময়কাল : ২২ শে ফেব্রুয়ারি ২০১৬ দেশের বিভিন্ন স্থানে।
বৃষ্টি বলয় নিশান এর বৈশিষ্ট্য :
# কালবৈশাখী ঝড় : বৃষ্টি বলয়ে দেশের কিছু কিছু স্থানে কালবৈশাখী ঝড় হতেপারে ( ৬০ থেকে ৮০ কিলোমিটার ঘন্টা) সাতক্ষীরা, খুলনা, যশোর, ঝিনাইদহ সহ কিছু কিছু এলাকা।
# শিলাবৃস্টি : কিছু কিছু স্থানে শিলাবৃস্টি হতেপারে। খুলনা, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ ও এর পার্শ্ববর্তী এলাকার দু এক স্থানে।
# বজ্রপাত :  বজ্রপাত ও হতে পারে অনেক এলাকায়।
বৃষ্টিপাত : বৃষ্টি বলয় নিশান খুলনা, বরিশাল, ও চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় বেশি প্রভাব বিস্তার করতেপারে।
**** বৃষ্টি বলয় নিশান চলাকালীন সময়ে দেশের আকাশ অনেক এলাকায় মেঘলা থেকে মেঘাছন্ন থাকতেপারে। কুয়াশা, ধোয়াশা, শৈতপ্রবাহ সবই স্বাভাবিক থাকতেপারে।
সর্বোচ্চ বৃষ্টি ৪০ মিলিমিটার হতেপারে লাল চিহ্নিত স্থানের কিছু কিছু এলাকায়।
চিত্রটি ভালোভাবে দেখুন তারপর চিত্রের রং ও সূচক দেখে আপনার এলাকার সমন্ধে ধারনা তৈরি করুন।

নোট : আবহাওয়া নিয়ত পরিবর্তনশীল তাই এই আবহাওয়া বার্তা পরবর্তীতে পরিবর্তন হতেপারে।

সূত্রঃ আবহাওয়া অফিস।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে