কিছুটা কমেছে তাপমাত্রা। আগামী সপ্তাহের শুরুতে ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এর মধ্যে সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস থাকলেও মঙ্গলবার তা কমে হয়েছে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে বুধবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ ছাড়া দেশের আর কোথাও বৃষ্টি হয়নি। এসময় নেত্রকোনায় ২৩, সিলেটে ১৩, রংপুরে ৭, ডিমলায় ১০, সৈয়দপুরে ৯ ও রাজারহাটে ১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে মঙ্গলবার রংপুরে ঝড়-বৃষ্টির সঙ্গে শিলাও পড়েছে।

এসব জেলায় বৃষ্টি হলেও দেশের অন্যান্য অঞ্চল দাবদাহে পুড়ছে। প্রচণ্ড গরমে দুঃসহ হয়ে উঠেছে জনজীবন।

এ অবস্থায় আগামী সপ্তাহের শুরুর দিকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির।

তিনি বলেন, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এসময় সারাদেশে প্রায় অপরিবর্তিত থাকতে পারে দিন ও রাতের তাপমাত্রা।

ফরিদপুর, রাজশাহী, পাবনা এবং রাঙ্গামাটি অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরণের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছেন তরিফুল নেওয়াজ কবির।

এর আগে সোমবার রাজশাহী, ঈশ্বরদী ও চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তিনটি স্থানেই তাপমাত্রা ছিলো ৪১ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৯ ডিগ্রি ছিলো রাজশাহীতে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে কমে হয়েছে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

Jag/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে