ডেস্ক রিপোর্টঃ

সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের দেশে ফিরেছেন। এজন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে তাকে বহনকারী বিজি ০৮৫ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমান বন্দরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা তাকে অভ্যর্থনা জানান। ওবায়দুল কাদেরের সঙ্গে ছিলেন তার স্ত্রী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ডা. আবু নাসের রিজভীসহ দলীয় নেতাকর্মীরা। ওবায়দুল কাদের উড়োজাহাজ থেকে নেমে আসার পর আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী, দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

গত ৩ মার্চ বুকে ব্যথা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার দু’দিন পর তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হয়েছিল।

সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, মমতাময়ী মা, যিনি সত্যিই মাদার অব হিউম্যানিটি তার কাছে আমার ঋণের বোঝা আরও বেড়ে গেল। দেশবাসী, জনগণ, আমার দলের সর্বস্তরের নেতাকর্মীদের দোয়া, সারা দেশে দলের বাইরেও অনেক মানুষ দোয়া করেছেন। আমি সকলে কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মাণে এগিয়ে যাব।

বাসস

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে