আন্তর্জাতিক ডেস্কঃ অবশেষে গুলিতে প্রাণ হারাল ভারতের মহারাষ্ট্রের মানুষখেকো বাঘিনী টি-১। শুক্রবার রাতে মহারাষ্ট্রের নাগপুরের ইয়াভাতমাল জঙ্গলের ভেতর গুলি করে হত্যা করা হয় পাঁচ বছরের এই বাঘিনীকে।

এই বাঘিনী ১৩ জন মানুষকে হত্যা করেছে। সবশেষ গত আগস্টে নয় মাস বয়সের দুই শাবক নিয়ে তিনজনকে হত্যা করে এই বাঘিনী। তার ভয়ে সবসময় তটস্থ থাকতো জঙ্গলের আশেপাশের গ্রামবাসী।

প্রায় এক বছর ধরে তাকে আটকের চেষ্টা করছিল ভারতীয় বন বিভাগের কর্মকর্তারা। এ কারণে এক মহাযজ্ঞের আয়োজন করা হয়েছিল। দেশের উচ্চপর্যায়ের বন আধিকারিক থেকে শুরু করে প্রায় ২০০ বনকর্মী, ৬০টি ট্র্যাপ ক্যামেরা, ড্রোন, স্নিফার ডগ এবং হ্যাং-গ্লাইডার ব্যবহার করা হয়েছিল। এই কাজে বন দফতরকে সহযোগিতা করেছিলেন দেশটির গলফার ও ডগ ট্রেইনার জ্যোতি রনধাওয়া। কিন্তু নাগালে পাওয়া যাচ্ছিল না মানুষখেকো বাঘিনীকে।

অবশেষে শুক্রবার রাতে হায়দারাবাদের শার্প স্যুটার নবাব শাফাত আলি খানের ছেলে আসগর (৩৫) এর গুলিতে নিহত হয় টি-১।

B/P/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে