স্টাফ রিপোর্টারঃ ২৫ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে বাংলাদেশ লেখক পরিষদের আয়োজনে বড় দিন, বর্ষবিদায় ও মহান বিজয় দিবস উদযাপিত হয়। উক্ত অনুষ্ঠানটি বিশ্বসাহিত্য কেন্দ্র, বাংলামটর, ঢাকায় অনুষ্ঠিত হয়।

পরিষদের সভাপতি সৈয়দ মাজহারুল পারভেজ এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের সি, সহ-সভাপতি কবি কর্ণেল এম এম ইকবাল আলম, পরিষদের সিনিয়র সদস্য কথাসাহিত্যিক মঈনুদিন কাজল, পরিষদের সিনিয়র সদস্য কবি খায়রুল আনাম, ছড়াকার ফারুক হোসেন, সদস্য গবেষক মোহাম্মদ আশরাফুল ইসলাম, সদস্য ছড়াকার আতিক হেলাল, কবি লুৎফর রহমান, ছড়াকার আসলাম প্রধান প্রমুখ। পরিষদের সদস্য সদস্য অধ্যাপক শাহানা পারভীন লাভলীর সূচনা সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

আলোচনা ও কবিতা পাঠে অংশ নেন এম এম ইকবাল আলম, মঈনুদিন কাজল, খায়রুল আনাম, মোহাম্মদ আশরাফুল ইসলাম, আতিক হেলাল, সাফিয়া খণ্দকার রেখা, রাহীবুর রহমান, এমডি লতিফুর রহমান, আসলাম প্রধান, মাহফুজার রহমান মণ্ডল, মোহাম্মদ হোসেন আদর, মোরাই রাশেদ, বদরুল আলম, রাহুল রাজ, পারভেজ বাবুল, আহমেদ মুনির, আজহারুল ইসলাম ফারাজী, মো. জসিমউদ্দিন ভূইয়া, ফরিদা ইয়াসমিন, মির্জা আনোয়ার পারভেজ, হাফিজ পাশা, শাহনাজ খান, আনোয়ার আকাশ, মিজান মওলা, তনিমা তাহমিন প্রত্যাশা, আয়েশা শাহরিনা, আয়েশা তারান্নুম, তাওহিদ আলম চৌধুরী, প্রত্যয়, রফিকুল ইসলাম প্রিন্স, শারমিন নিগার খান, সেলিনা আলম, মোহা. আবদুল আল নাইম, এম. এন. জামান, রেভিরিয়া ইকবাল, শান্ত, শাজজাহান মোহাম্মদ, নাজমুল হক (জয়), সুমনা মির্জা, নওশিন তিথি, শাহজাহান খানসহ অন্যান্য কবি, কথাসাহিত্যিক ও বাচিকশিল্পীগণ । শাহানা পারভীন লাভলীর সুচনা এবং আতিক হেলালের সমাপনী সঙ্গীত ছাড়াও গান, নাচ ও অভিনয় পরিবেশন করেন আসলাম প্রধান, সুমনা মির্জা, মুমু। সংগঠনের সভাপতি, কবি ও বহুমাত্রিক লেখক সৈয়দ মাজহারুল পারভেজ সংগঠনের নানান দিক বর্ণনা করেন ও পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন।

এ অনুষ্ঠানে কবি ও কথাসাহিত্যিক আনোয়ার হোসেন বাদল-এর সদ্য প্রকাশিত ৫ম উপন্যাস ‘কৃষ্ণপক্ষের আলো’র মোড়ক উম্মোচন ও পরিষদের যুগ্ম সম্পাদক মাহফুজার রহমান ও মোরাই রাশেদের জন্মদিনের শুভেচ্ছা প্রদান করা হয়। পরিষদের সভাপতি সৈয়দ মাজহারুল পারভেজ সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে