suci

বিডি নীয়ালা নিউজ(১১ই মার্চ১৬)অনলাইন প্রতিবেদনঃ অং সান সু চির সাবেক গাড়ি চালককে মিয়ানমারের প্রেসিডেন্ট পদের প্রার্থী করেছে ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বা এনএলডি। আজ(বৃহস্পতিবার) এ ঘোষণা দেয়া হয়েছে।

সু চির ঘনিষ্ঠ সহযোগী এবং সাবেক গাড়ি চালক উ থিন কিআউ’এর নাম ঘোষণা করেন মিয়ানমার সংসদের নিম্নকক্ষের এনএলডি’র এমপি সান এইচলিয়াং। সু চি এক বিবৃতিতে উ থিনকে সমর্থন দেয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।সন্তানরা বিদেশি নাগরিক হওয়ায় মিয়ানমারের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট পদে দাঁড়াতে পারবেন না সু চি। এ সত্ত্বেও আড়াল থেকে মিয়ানমার শাসন করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন সু চি। মিয়ানমারে ৫০ বছরের মধ্যে প্রথম অবাধ নির্বাচনের ৮০ শতাংশ আসনে জয়ী হয়েছে অং সান সু চি’র নেতৃত্বাধীন এনএলডি। ফলে প্রেসিডেন্ট পদে এনএলডি সমর্থিত প্রার্থীর বিজয় প্রায় নিশ্চিত।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে