valentines-day-750x563

বিডি নীয়ালা নিউজ(১৪ই ফেব্রুয়ারী১৬)-আন্তর্জাতিক প্রতিবেদনঃ

১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবস।

বিশ্বের কোটি মানুষ উদযাপন করছেন লাল গোলাপের বিনিময় রোমান্স।

তবে কয়েকটি দেশে ভালবাসা দিবস উদযাপনে রয়েছে নিষেধাজ্ঞা।

সর্বশেষ পাকিস্তানে দিবসটি উদযাপনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।

এ ছাড়া আরও অন্তত পাঁচটি দেশে নিষেধাজ্ঞা রয়েছে।

৬০ শতাংশ মুসলিম অধ্যুষিত দেশ মালয়েশিয়া। সেখানে ভালবাসা দিবস উদযাপন নিষিদ্ধ।

দেশটিতে ২০১২ সালে ভালবাসা দিবসে কয়েকটি হোটেল থেকে বেশ কয়েকজন তরুণ-তরুণীকে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ায় গ্রেফতার করা হয়েছিল।

মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ ইরান ২০১১ সালে ভালবাসা দিবস নিষিদ্ধ ঘোষণা করে।

ওই সময় সরকারি এক বিবৃতিতে নিষেধাজ্ঞা অমান্য করলে জরিমানা ও কারাদন্ডের হুঁশিয়ারি দেওয়া হয়।

রাশিয়ার বেলগ্রাডে ২০১১ সালে ভালবাসা দিবসের অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে। আধ্যাত্মিক নিরাপত্তা বজায় রাখতে ওই নিষেধাজ্ঞা জারি করা হয়।

কট্টর সুন্নিপন্থী সৌদি আরব ভালবাসা দিবস উদযাপন নিষিদ্ধ ঘোষণা করেছে।

এ দিন ফুল ও ভালবাসা দিবসের কার্ড বিক্রি বন্ধ রাখার নির্দেশ রয়েছে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যেও ভালবাসা দিবস উদযাপন নিষিদ্ধ করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে