kidny

বিডি নীয়ালা নিউজ(৫ই মার্চ১৬)-স্বাস্থ ও চিকিৎসা প্রতিবেদনঃ

এসব লাইফ স্টাইল হলো:

১. প্রধানত প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট হাটা

২. পর্যাপ্ত ফলমূল ও শাকসবজি খাওয়া,

৩. ওজন নিয়ন্ত্রণে রাখা ও

৪. ধুমপান মুক্ত থাকা।

ল্যাবএইড স্পেশালাইডষ্ট হাসপাতালের কিডনি বিভাগের প্রধান ও ক্যাম্পস সভাপতি ডা. এম এ সামাদ বলেন, বিশ্ব কিডনি দিবসের মূল উদ্দেশ্য হচ্ছে, কিডনি রোগের ব্যাপকতা ও ভয়াবহতা সম্পর্কে বিশ্বব্যাপী মানুষকে সচেতন করা ও কিডনি বিকল প্রতিরোধে প্রাথমিক অবস্থায় কিডনি রোগ শনাক্ত করে চিকিৎসা করা ও সুস্থ ধারায় সবাইকে অভ্যস্ত করা।

জনাব এম এ সামাদ জানান, বাংলাদেশের প্রায় ২ কোটি লোক কোনো না কোনো ভাবে কিডনি রোগে আক্রান্ত। কিডনি বিকলের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল বিধায় এ দেশের শতকরা ১০ জন রোগীও এ চিকিৎসা চালিয়ে যেতে পারে না। ফলে অর্থাভাবে অকালে প্রাণ হারান সিংহভাগ রোগী।

তিনি বলেন, অথচ সচেতন হলেই ৫০ থেকে ৬০ ভাগ ক্ষেত্রে কিউনি বিকল প্রতিরোধ সম্ভব। এইজন্য লাইফ স্টাইল শিশুকাল থেকে বৃদ্ধকাল পর্যন্ত মেনে চলা প্রয়োজন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে