সাম্প্রতিক সংবাদ

২১শে অগাস্টের গ্রেনেড হামলার এক যুগ পার হচ্ছে আজ

21_august_granade_attack

বিডি নীয়ালা নিউজ(২১ই  আগস্ট ২০১৬ইং)-ডেস্ক রিপোর্টঃ  ২১শে আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার একযুগ পার হতে চলেছে আজ।

২০০৪ সালে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের একটি সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে।

বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা সেদিন অল্পের জন্য বেঁচে গেলেও ২৪ জন নিহত হন। আহত হন চারশো’র বেশি নেতাকর্মী।

তাদের অনেকেই চিরতরে পঙ্গু হয়ে গেছেন।

“যখন নেত্রীর (শেখ হাসিনা) বক্তব্য দেয়া শেষ করে বলেন যে এখন র‍্যালি হবে তখন আইভি রহমান মঞ্চের নীচে থেকে সিঁড়ির কাছে আসলেন, তখন হঠাৎ করে বিকট আওয়াজ হলে দেখলাম আইভি রহমান পড়ে গেছেন। তাকে সেভ করার জন্য আমি লাফ দিয়ে গিয়েছিলাম এসময় বোমার আঘাতে আমার গা ও পা ঝাঁজড়া হয়ে গেল”। বলেন সেদিনের হামলায় আহত এক ব্যবসায়ী নাজিমুদ্দিন নাজমুল।

আওয়ামীলীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমান ঐ হামলায় আহত হওয়ার ৪ দিন পর মৃত্যুবরণ করেন।

তবে এতদিন পার হয়ে গেলেও সুরাহা হয়নি গ্রেনেড হামলার মামলা।

যদিও সংশ্লিষ্টরা বলছেন শিগগিরি পাওয়া যাবে এর রায়।

মামলার বিচারকাজ শেষ পর্যায়ে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

কিছুদিন আগে আইন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেছিলেন যে সেপ্টেম্বর নাগাদ মামলার রায় হতে পারে।

 

 

 

bbc

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
shared on wplocker.com