tarana halim

বিডি নীয়ালা নিউজ(২৪ই এপ্রিল১৬)-অনলাইন প্রতিবেদনঃ  আগামী ৩০ এপ্রিলের মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল ফোনের সিম নিবন্ধন না করলে ১ মে সব অনিবন্ধিত সিম প্রাথমিকভাবে তিন ঘণ্টার জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

রবিবার জাতীয় প্রেসক্লাবে‌‌ ৩০ এপ্রিলের মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুন:নিবন্ধন সম্পন্নে বেসরকারি মোবাইল অপারেটর কোম্পানি এয়ারটেল’র সচেতনতামূলক র‌্যালিপূর্বক সমাবেশে তিনি আরও বলেন, এরপর আরও দুই একদিন সিমটি কিছু সময় কার্যকর থাকার পর এক সময় সিমটি একেবারেই অকার্যকর হয়ে যাবে।’

তারানা হালিম বলেন, জনগণের উপকার ও হয়রানি বন্ধের জন্য বায়োমেট্রিক পদ্ধতিতে সীম পুন:বিনন্ধন চালু করা হয়েছে।

বর্তমানে দেশে সব মিলিয়ে আমাদের প্রায় ১৩ কোটির উপরে সিমহোল্ডার রয়েছে। ইতোমধ্যেই নিবন্ধন ৭ কোটি ছাড়িয়ে গেছে। এ ধারা অব্যাহত থাকলে নির্ধারিত সমেয়ের মধ্যেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে বলেও আশা করেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, আমরা এমনও দেখেছি একটা এনআইডি’র (জাতীয় পরিচয় পত্র নম্বর) বিপরীতে ২৫ হাজার সিম পুন:নিবন্ধন হয়েছে। এই অনিয়ম দূর করার জন্যই নিজে এসে সিম নিবন্ধন করতে হবে। এতে করে আর কেউ একটি এনআইডি দিয়ে ২৫ হাজার সিম নিবন্ধন করতে পারবে না।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে