231205

বিডি নীয়ালা নিউজ(২৪জানুয়ারি১৬)-স্পোর্টস ডেস্কঃ  পাঁচ ম্যাচ সিরিজের প্রথম চার ম্যাচেই পরাজয় বরণ করতে হয় ভারতকে। তবে শেষ ম্যাচে এসে জয়ের দেখা পায় ভারত। ফলে সিরিজটি ৪-১ এ জিতে নেয় অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের এই ওয়ানডে সিরিজে প্রতিটি ম্যাচেই রানের বন্যায় বইয়েছে দু’দল। সঙ্গে সেঞ্চুরিরও। পাঁচ কিংবা চার ম্যাচের সিরিজে সব মিলিয়ে সর্বোচ্চ রানের রেকর্ড হয়েছে এই সিরিজে। দু’দল মিলে এই পাঁচ ম্যাচে সংগ্রহ করেছে সর্বমোট ৩১৫৯ রান। এর আগে গত বছরই নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের মধ্যকার ৫ ম্যাচের সিরিজে রান উঠেছিল ৩১৫১। এবার সেটা টপকে গেলো অস্ট্রেলিয়া ও  ভারত। এই সিরিজে সেঞ্চুরি হয়েছে মোট ১১টি। ক্রিকেট ইতিহাসে ত্রিদেশীয়, চার দেশীয় কোন টুর্নামেন্ট কিংবা সিরিজে এবারই প্রথম। এর আগে ২০০২-০৩ সালে অস্ট্রেলিয়াতেই স্বাগতিকদের সঙ্গে ইংল্যান্ড এবং শ্রীলংকাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজে হয়েছিল সর্বোচ্চ ১০টি সেঞ্চুরি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে