huaiwo mobile phone

বিডি নীয়ালা নিউজ(১৫ই আগস্ট ২০১৬ইং)- বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ  চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে নতুন একটি ফোন বাজারে ছাড়তে যাচ্ছে। ফোনটির কোড নেম এনসিই-এএল০০। ফোনটি তৈরির জন্য ইতোমধ্যে চীন সরকারের ছাড়পত্র সংগ্রহ করেছে। এই ফোনটির বিশেষত্ব হচ্ছে এতে ৪০০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। 

ফোনটিতে থাকছে ৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে। এতে অক্টকোরের ১.৫ গিগাহার্জ প্রসেসর থাকছে।

ফোনটির র‌্যাম হবে ৩ জিবি। অ্যানড্রয়েড ৬.১ মার্সম্যালো অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটির বিল্টইন মেমোরি ১৬ জিবি। ফোনটির রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের। ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। ফোনটির পুরুত্ব ১৪৩.২×৭০.৪×৮.১ মিলিমিটার। ওজন ১৪৫ গ্রাম।

ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সম্বলিত এই ফোনটির দরদাম সম্পর্কে এখনো ধারণা পাওয়া যায়নি।
dhakatimes

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে