সাম্প্রতিক সংবাদ

সয়ধানগড়া উত্তরপাড়া মহল্লার আলহাজ্ব ইমাম হোসেন মাস্টার আর নেই

sirajgonj-2

বিডি নীয়ালা নিউজ(১২ই ফেব্রুয়ারী ১৬) মারুফ সরকার (সিরাজগঞ্জ প্রতিনিধি): দৈনিক আজকের সিরাজগঞ্জ পত্রিকার স্টাফ রির্পোটার, বিডি নিয়ালা নিউজের সিরাজগঞ্জ প্রতিনিধি মারুফ সরকারের দাদা শহরের পৌর এলাকার সয়াধানগড়া উওরপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন মাস্টার আর নেই। বুধবার বিকেল ৫টা ৩০মিনিটে তিনি তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। তিনি দীর্ঘদিন দূরাওেরাগ্য ক্যান্সার রোগে ভূগছিলেন। মৃত্যকালে তিনি ২ ছেলে ৩ মেয়ে, স্ত্রীসহ বহু আত্মীয় স্বজন বন্ধু-বান্ধব রেখে গেছেন। উল্লেখ্য, ইমাম হোসেন মাস্টার সিরাজগঞ্জ শহরের মোহাম্মাদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অত্যন্ত সুনামের সাথে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১সালে ওই বিদ্যালয় থেকেই অবসর গ্রহন করেন। সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়া ইউনিয়নের বাসিন্দা আলহাজ্ব ইমাম হোসেন মাস্টার নদী ভাঙ্গনের কারণে পরিবার নিয়ে প্রায় ২৫ বছর যাবৎ সয়াধানগড়া উত্তরপাড়ায় নিজ বাড়িতে স্থায়ীভাবে বসবাস করছিলেন। মেছড়া ইউনিয়নে তিনি একজন সৎ এবং নীতিবান মুরুব্বি হিসেবে সুপরিচিত ছিলেন। সয়াধানগড়া উত্তরপাড়া এলাকার আলফালাহ জামে মসজিদ প্রতিষ্ঠার সাথে তিনি জড়িত ছিলেন। সামাজিক কর্মকান্ড থেকে শুরু করে ধর্মীয় সকল কাজেই তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন। বৃহস্পতিবার সকাল ৯টায় রহমতগঞ্জ কবরস্থানে তার নামাজে জানাজা শেষে দাফন কার্জ সম্পন্ন করা হয়। জানজা নামাজের পূর্বে মরহুমের বড় ছেলে মারুফ সরকারের পিতা আব্দুল বাছেদ,মরহুমের ছোট ছেলে মোঃ আব্দুর রহিম শফিক উপস্থিত সকলের নিকট তার বাবার আত্মার শান্তি কামনা করেন। এ সময় আরো বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর হেলাল উদ্দিন ও মেছড়া ইউনিয়ননের ২নং ওয়ার্ডের মেম্বর নজরুল ইসলাম রঞ্জু মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন। জানাজা নামাজ ও দাফনকার্যে মেছড়া ইউনিয়ন ও সয়াধানগড়া উত্তরপাড়ার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহন করেন।

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
shared on wplocker.com