bcb

বিডি নীয়ালা নিউজ(১ই এপ্রিল১৬)-অনলাইন প্রতিবেদনঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) নির্বাচক কমিটিতে আসছে আমূল পরিবর্তন।

তিন সদস্যের নির্বাচক কমিটি ছয় সদস্যের হওয়ার সঙ্গে সঙ্গে বোর্ড পরিচালকের অন্তর্ভুক্তি ঘটতে চলেছে। থাকছে না কোন ‘প্রধান নির্বাচক’। কাগজে কলমে প্রধান নির্বাচক না থাকলেও, এটুকু সহজেই অনুমেয় এই দায়িত্ব পালন করবেন কমিটিতে থাকা বোর্ড পরিচালক।

বৃহস্পতিবার বিসিবির ওয়ার্কিং কমিটির সভায় এই নিয়ে আলোচনা হয়েছে। আগামী বোর্ড সভায় এ নিয়ে সিদ্ধান্ত আসতে পারে।

জানা গেছে,কমিটিকে আরো স্বচ্ছ,গতিশীল,জবাবদিহিমূলক এবং কার্যকর করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

দেশের একটি সংবাদপত্রে নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড পরিচালক বলেছেন, ‘আমরা চাই,  নির্বাচকদের কাজে আরও জবাবদিহি আসুক। বর্তমান পদ্ধতিতে উনারা কোন খেলোয়াড়কে কেন দলে নিচ্ছেন,সেটা আমরা জানতে পারি পত্রিকা পড়ে।

এরকম আরও অনেক জায়গায় নির্বাচকদের সঙ্গে বোর্ডের ব্যবধান আছে। এমনকি কোচের সঙ্গে নির্বাচকদের যোগাযোগেরও একটা মাধ্যম থাকা উচিত। একজন পরিচালক কমিটিতে থাকলে এই কাজগুলো সহজ হয়ে যাবে।’ বোর্ডের অভিযোগ, আন্তর্জাতিক ক্রিকেটে যেভাবে দেখেন নির্বাচকরা; ঘরোয়া ক্রিকেটে তা করেন না। এসব নজরে আনতেই একজন পরিচালকের কথা ভেবেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে