_91208495_794b0bed-4f56-41bb-95e9-857822aa6385

বিডি নীয়ালা নিউজ (১৫ই সেপ্টেম্বর ২০১৬)- বিনোদন ডেস্কঃ ভারতের এক টিভি কোম্পানি মার্কিন যুক্তরাষ্ট্রে স্প্যানিশ ভাষায় ডাব করা বলিউড ছায়াছবির টেলিভিশন চ্যানেল চালু করেছে। তাদের লক্ষ্য লাতিনো বাজার দখল করা।

জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেস বলছে, তাদের সব হিন্দি-ভাষী ছায়াছবির ডায়ালগ স্প্যানিশ ভাষায় ডাব করা হবে এবং ঐ চ্যানেলে প্রচার করা হবে।

‘জি মুন্ডো’ নামে এই টিভি চ্যানেল হবে হিসপ্যানিক বাজারে প্রথম কোন ভারতীয় ছায়াছবির চ্যানেল।

যুক্তরাষ্ট্রের পর জি মুন্ডো মেক্সিকো, আর্জেন্টিনা, কলম্বিয়া, পেরু এবং চিলিতেও বলিউড ছবির ব্যবসা প্রসারের চেষ্টা করবে।

জি এন্টারটেইনমেন্ট ভারতের একটি প্রধান বিনোদন কোম্পানি।

বিশ্বজুড়ে তাদের ১০০ কোটিরও বেশি দর্শক রয়েছে বলে অনুমান করা হয়।

 

 

বিবিসি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে