সাম্প্রতিক সংবাদ

সৈয়দপুর রেলওয়ে কারখানার শ্রমিক লীগের সম্মেলন অনুষ্ঠিত

2016-04-24 21.03.38

বিডি নীয়ালা নিউজ(২৪ই এপ্রিল১৬)- আসাদুজ্জামান সুজন (নীলফামারী প্রতিনিধি):  নীলফামারীর সৈয়দপুর  রেলওয়ে কারখানা শ্রমিক লীগের দ্বি-বার্ষিক সম্মেলন আজ রোববার (২৪ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত হয়েছে।সেখানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন বর্তমান সরকার রেলবান্ধব সরকার। রেলওয়েতে অতীতের যেকোনো আমলের চেয়ে বেশি উন্নয়ন হয়েছে।

এ সময় মন্ত্রী রেলওয়ের অন্যান্য সমস্যাগুলোর দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং আরো একটি আন্তঃনগর নীলসাগর ট্রেন চালু করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করা হবে বলে জানান।

শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা নজরুল হক সরকারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি অ্যাড. হুমায়ন কবির, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আকন্দ, যুগ্ম সম্পাদক মোখছেদুল মোমিন, নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র দেওয়ার কামাল আহমেদ, সম্পাদক অ্যাড. মমতাজুল হক, সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জাওয়াদুল হক, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন বাদল প্রমুখ।

 

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
shared on wplocker.com