জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধি: সাহিত্যের পরিসীমায় আমাদের পথ চলা এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে ২০৯তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৯সেপ্টেম্বর রাতে শিল্প সাহিত্য সংসদে সাবেক প্রধান শিক্ষক স্বপন কুমার গুহের সভাপতিত্বে এ আসর অনুষ্ঠিত হয় ।এতে প্রধান অতিথি ছিলেন শিল্প সাহিত্য সংসদের নবনির্বাচিত সাঃ সম্পাদক এ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান ।আসরে আলোচনায় অংশ নিয়ে বক্তব্য দেন আসরের সা: সম্পাদক কথা সাহিত্যিক আকমল সরকার রাজু,সাংবাদিক সাকির হোসেন বাদল,আসরের কার্যকরী সভাপতি আনোয়রুল ইসলাম,শিল্প সাহিত্য সংসদের সভাপতি শ ম শামিম হোসেন,সাংবাদিক মেহেরুন নেছা ও
শিক্ষার্থী রুপ সাদী প্রমুখ।
আসরটি পরিচালনা করেন আসরের সহ-সম্পাদক ডেইজি আদানী।এছাড়া আসরটিতে সাহিত্য আসরের সদস্যরা কৌতুক, কবিতা আবৃত্তি ও গান গেয়ে মাতিয়ে তোলেন। আসরে বিভিন্ন পেশা শ্রেণির মানুষ অংশ নেন।