syrialogo

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট সিরিয়ার পূর্বাঞ্চলে দেশটির সরকারি বাহিনীর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানোর কথা স্বীকার করেছে। রুশ সেনাবাহিনী জানিয়েছে, এ হামলায় সিরিয়ার ৬২ সৈন্য নিহত হয়েছে। এই সৈন্যরা সেখানে আইএস জিহাদিদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিল।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, তাদের বিমান দেইর আল জৌর শহরে হামলা চালায়। তবে যখন তারা জানতে পারে যে সেখানে সিরীয় সৈন্যরা রয়েছে তখন হামলা বন্ধ করে দেয়া হয়।
মার্কিন প্রশাসনের এক মুখপাত্র ‘অনিচ্ছাকৃত এই হামলায় প্রাণহানির’ ঘটনায় ‘দুঃখ’ প্রকাশ করেছেন।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড থেকে বলা হয়েছে, তাদের বিমানগুলোর পাইলটরা ভেবেছিলেন যে তারা ইসলামিক স্টেট জঙ্গিদের লক্ষ্য করেই হামলা চালাচ্ছেন।
এই সংকট নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছে রাশিয়া ।
এর আগে রাশিয়া বলেছিল, সিরিয়ায় চলমান অস্ত্রবিরতি ভেঙে যাওয়ার ঝুঁকি রয়েছে এবং এর দায় যুক্তরাষ্ট্রকে নিতে হবে।
এদিকে যুক্তরাষ্ট্র বলেছে, বেশিরভাগ ক্ষেত্রেই যুদ্ধবিরতি বলবৎ রয়েছে।

 

BSS

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে