2016-09-21_3_940699

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম নগরী আলেপ্পোর কাছে একটি গ্রামের ক্লিনিকে মঙ্গলবার রাতে বিমান হামলায় চার চিকিৎসক নিহত ও একজন নার্স আহত হয়েছে।
ইউনিয়ন অব সিরিয়ান রিলিফ অর্গানাইজেশন (ইউওএসএসএম) জানায়, ক্লিনিকের কয়েকজন রোগীকে বিশেষ চিকিৎসা দিতে অন্যত্র নেয়ার জন্য তাদের দুটি অ্যাম্বুলেন্স ডাকা হয়। অ্যাম্বুলেন্স দুটিতে তাদের চার কর্মী ছিলেন।
সিরিয়ার খান তুমান গ্রামে ওই ক্লিনিকে স্থানীয় সময় রাত ১১টায় হামলা চালানো হয়। এতে ক্লিনিকটি মাটির সাথে মিশে যায় এবং আরো লাশ ইট-পাথরের ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইউএসএসএম’র হাসপাতাল ও ট্রমা বিষয়ক পরিচালক আহমেদ দায়িস বলেন, বোমার আঘাতে তিন-তলা ক্লিনিকটি পুরোপুরি বিধ্বস্ত। এতে ঠিক কতজন মারা গেছেন তা এখনও জানা যায়নি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, বিশ্বের মধ্যে সিরিয়া স্বাস্থ্য কর্মীদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ। গত বছর দেশেটির বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে মোট ১৩৫ দফা হামলা হয়।
ইউওএসএসএম ফ্রান্সের প্রধান ডা. জিয়াদ আলিসা ক্লিনিক ও স্টাফদের ওপর ‘অগ্রহণযোগ্য’ এই হামলার নিন্দা জানিয়েছেন।
তিনি বলেন, মানবিক সহায়তা কর্মী ও চিকিৎসকদের ওপর উদ্দেশ্যপ্রণোদিত হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লংঘন।

 

 

B/S/S/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে