160224175154_syria_aid_640x360_afp_nocredit

বিডি নীয়ালা নিউজ(২৫ই ফেব্রুয়ারী১৬)-আন্তর্জাতিক প্রতিবেদনঃ সিরিয়ায় প্রথমবারের মত আকাশ থেকে মানবিক সাহায্য ফেলেছে জাতিসংঘ।কথিত ইসলামিক স্টেট গোষ্ঠীর দ্বারা অবরুদ্ধ ডেইর আল-যোর শহরে সড়কপথে কোনমতে পৌঁছাতে না পেরে নাগরিকদের উদ্দেশ্যে মোট একুশ টন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ফেলা হয় বলে সংস্থাটি জানাচ্ছে।

ডেইর আল-যোর শহরে দুই লাখ মানুষের বসবাস। জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী দেশটির অবরুদ্ধ নাগরিকদের পরিস্থিতি দিন দিন নিদারুণ আকার ধারণ করেছে।

এর মধ্যে কয়েকটি জায়গায় সড়কপথে সাহায্য পাঠানো গেলেও ডেইল আল-যোরে কোনভাবেই পৌঁছানো যাচ্ছিল না।অবশ্য সাহায্য প্রেরণের সবচাইতে কার্যকর পদ্ধতি হিসেবে জাতিসংঘ সড়কপথকেই প্রাধান্য দিয়ে থাকে।কিন্তু ডেইর আল-জোরে আকাশপথে এই সাহায্য পাঠানোর ঘটনার মাধ্যমে সংস্থাটির মরিয়া-ভাব প্রকাশ পাচ্ছে বলে উল্লেখ করছেন সংবাদদাতারা।

জাতিসংঘের হিসেবে, সিরিয়ার বিভিন্ন অবরুদ্ধ শহরে ৪ লাখ ৮০ হাজার মানুষ মানবেতর দিন কাটাচ্ছে। এছাড়া দেশটিতে আরও চল্লিশ লাখ মানুষ রয়েছে, যাদের কাছে সাহায্য নিয়ে পৌঁছানো রীতিমত কঠিন।

সূত্রঃ বিবিসি বাংলা ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে