sirajgonj_g_h

বিডি নীয়ালা নিউজ(১৪ই ফেব্রুয়ারী ১৬) মারুফ সরকার (সিরাজগঞ্জ প্রতিনিধি): সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মা ও শিশু ওয়ার্ডসহ অধিকাংশ ওয়ার্ডগুলোতে পুতিগন্ধময় পরিবেশের সৃষ্টি হয়েছে। দিনের বেলায় যেমন তেমন রাতে নাকে রুমাল দিয়ে ওয়ার্ডে ঢুকতে হয়। অসুস্থ রোগীকে দেখতে গিয়ে সুস্থ্য মানুষ অনেক সময় অসুস্থতা অনুভব করেন। গত ১ জানুয়ারী থেকে মা ও শিশু স্বাস্থ্য উন্নয়ন প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার পর হাসপাতালের পরিবেশের মারাত্মক অবনতি ঘটেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। গত প্রায় দেড়মাস যাবৎ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের ওয়ার্ডগুলোর পুতিগন্ধময় পরিবেশের সৃষ্টি হয়েছে। বিশেষ করে মা ও শিশু ওয়ার্ডে সবসময় ডাইরিয়াসহ বিভিন্ন রোগীর চাপ থাকে। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যে সংখ্যায় পরিচ্ছন্ন কর্মী থাকা প্রয়োজন যে পরিমান কর্মী নেই। অনেক সময় দুর্গন্ধে নাকে রুমাল দিয়ে থাকতে হয়। যারা অসুস্থ্য শিশু ও মাদের নিয়ে আসেন তারা বেশিক্ষন ওই ওয়ার্ডে টিকতে পারেন না। ডাক্তার ও নার্সরাও অনেক কষ্ট করে তাদের দায়িত্ব পালন করেন।  একই অবস্থা মেডিসিন ও সার্জারী ওয়ার্ডেও। গত জানুয়ারী থেকে মা ও শিশু স্বাস্থ্য উন্নয়ন বিষয়ক একটি বিশেষ প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার পর বেশ কিছু পরিচ্ছন্ন কর্র্মী ছাটাই হয়ে যাওয়ার পর বর্তমানে হাসপাতালালের নিজস্ব যে সকল পরিচ্ছন্ন কর্মী রয়েছেন তারা চাহিদামত কাজ করতে পারছেন না বলেই এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তা মনে করছেন। জরুরীভাবে কিছু পরিচ্ছন্ন কর্মী নিয়োগ করে পরিস্থিতির উন্নয়ন ঘটানো যেতে পারে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে