1

বিডি নীয়ালা নিউজ(৭ই ফেব্রুয়ারী ১৬)-মারুফ সরকার (সিরাজগনজ প্রতিনিধি): সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় তান পুলিশ একটি মাইক্রোবাস ও লুটের টাকাসহ সাত ডাকাতকে আটক করেছে। শুক্রবার রাত সোয়া এগারোটার দিকে সেতুর পশ্চিম গোলচত্ত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ডাকাতরা হলো, ঢাকা দোহার থানার জয়পাড়া দক্ষিণপাড়া এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে ড্রাইভার স্বাধীন (৩২), গোপালগঞ্জের কাশিয়ানী থানার কামারুল পোড়াবাড়ী গ্রামের মৃত মোসলেম উদ্দিেেনর ছেলে  উজ্জল মোল্লা (৩৩), একই জেলার মুকসুদপুর থানার কাউনিয়া উত্তরপাড়া গ্রামের আবু বক্কারের ছেলে সাইফুল ইসলাম তুহিন (৩৮), ফরিদপুরের নগরকান্দা থানার ছাগলদি ঈদগাহ মাঠ এলাকার মৃত রছমত সেখের ছেলে এনায়েত শেখ ওরফে এনা (৩৭), মধুখালী থানার বাগাট পশ্চিমপাড়া গ্রামের জাকির হোসেনের ছেলে জুয়েল রানা (২৫), বোয়ালমারী থানার কাজিরদি বেপারীপাড়া এলাকার মৃত দেরোয়ার হোসেনের ছেলে রফিকুল ইসলাম ওরফে কটি (২২) ও আলফাডাঙ্গা থানার কামারগ্রাম গ্রামের রবিউল আলমের ছেলে বাবুল আক্তার আপেল (৩৬)। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি রকিবুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে এই ডাকাত দল মহাসড়কে সাধারণ যাত্রীদের মাইক্রোবাসে উঠিয়ে সর্বস্ব লুট করে আসছিলো। আটককৃতরা গাইবান্ধার শরিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে রাস্তা থেকে উঠিয়ে সর্বস্ব লুট করে নিয়ে জেলার হাটিকুমরুল গোলচত্ত্বর এলাকায় ফেলে রেখে যায়। ওই ব্যক্তি দ্রুত গাড়ীর নম্বরসহ বিষয়টি হাইওয়ে থানাকে অবগত করেন। পরে হাইওয়ে থানার দেয়া তথ্যমতে গোলচত্ত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে মাইক্রোবাসসহ ৭জনকে আটক করা হয়। ডাকাত দলকে বহনকারী  মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে লুট করা ১৩টি মোবাইল ফোন ও ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়। আটক ডাকাতদের থানায় জিজ্ঞাসাবাদ শেষে দুপুরের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে