12-2

বিডি নীয়ালা নিউজ(১৫ই ফেব্রুয়ারী ১৬) মারুফ সরকার (সিরাজগঞ্জ প্রতিনিধি): চাকুরী জাতীয়করণের এক দফা দাবীতে সিরাজগঞ্জ জেলায় ৩৩৮টি কমিউনিটি ক্লিনিকে একযোগে প্রথম দিনের কর্মবিরতি পালিত হয়েছে। রোববার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এ্যাসোসিয়েশন (বিসিএইচসিপিএ) এর ‘দাবী আদায় বাস্তবায়ন কমিটির’ কর্তৃক পূর্ব ঘোষিত সিরাজগঞ্জ জেলার ৩৩৮টি কমিউনিটি ক্লিনিকে কর্মবিরতি পালন করেছে। জেলায় প্রায় ৩৪০ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারগণ (সিএইচসিপি) এ কর্মসূচি পালন করে। চাকুরী জাতীয়করণের দাবীতে সিএইচসিপিগণ দীর্ঘ দিন ধরে মানববন্ধন, প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলো। গত ৯ ফেব্রুয়ারী ঢাকা জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে দাবী আদায় বাস্তবায়ন কমিটির ঘোষণা অনুযায়ী কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে ১৪ ফেব্রূয়ারী থেকে ১৬ ফেব্রুয়ারী পর্যন্ত সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত কর্মবিরতি ঘোষণা করা হয়। সরকারের উচ্চ পর্যায় থেকে কোন সাড়া না আসলে ১৮ ফেব্রুয়ারী পূর্ণদিবস কর্মবিরতি ২১ তারিখ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, ২২ তারিখ বঙ্গবন্ধুর সমাধীতে পুষ্পস্তবক অর্পন, ২৩ তারিখ বিএমঅরসি ভবন কমিউনিটি ক্লিনিক প্রকল্প অফিসে ঘেরাও প্রতিকী অনশন ঘোষণা করা হয়। এব্যাপারে সিরাজগঞ্জ জেলা সিএইচসিপি এ্যাসোসিয়েশন সাধারন সম্পাদক শিফাত আহমেদ খান জানান, কেন্দ্রীয় দাবী আদায় বাস্তবায়ন কমিটির পূর্ব ঘোষণা অনুযায়ী সিরাজগঞ্জ জেলার ৯টি উপজেলার সিএইচসিপিগণ একযোগে কর্মবিরতি পালন করছে। দাবী আদায় না হওয়ার পর্যন্ত দেশের অন্যান্য জেলা উপজেলার ন্যায় কেন্দ্রীয় কর্মসূচি সিরাজগঞ্জ জেলার সিএইচসিপিগণ তাদের চাকুরী জাতীয়করনের বৃহত্তর স্বার্থে অব্যাহত ভাবে পালন করবে। সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, জেলার সিএইচসিপিগণ তাদের চাকুরী জাতীয় করনের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী মাসিক রিপোর্ট প্রদান বন্ধ, মাসিক মিটিং বয়কট, ইন্ডিভিজ্যুয়াল রিপোর্ট প্রদান বন্ধ করেছে। এদিকে কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিগণ চাকুরী জাতীয়করণের দাবীতে আন্দোলনে যাওয়ায় রোগীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে