12-2

বিডি নীয়ালা নিউজ(১৫ই ফেব্রুয়ারী ১৬) মারুফ সরকার (সিরাজগঞ্জ প্রতিনিধি): কৃষি ডিপ্লোমাধারী উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের উপ-সহকারী প্রকৌশলীদের ন্যায় ১০ নং গ্রেডে বেতনস্কেলসহ ২য় শ্রেনীর পদমর্যাদা বাস্তবায়নের দাবিতে ডিপ্লোমা কৃষিবিদ ইনষ্টিটিউশন সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে রোববার সকালে মানববন্ধন কর্মসূচী ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত মানব বন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি আজমল হক, সাধারণ সম্পাদক আব্দুস সোবাহান সরকার, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, লোকমান হোসেন প্রমূখ। দাবি বাস্তবায়নের লক্ষে জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারক লিপি প্রদান করা হয়। বক্তারা বলেন, দেশের উন্নয়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ বিভিন্ন বিভাগ ও সংস্থায় কর্মরত ডিপ্লোমা কৃষিবিদ উপ-সহকারী কর্মকর্তারা মাঠে কাজ করছে। কৃষকদের আর্থ সামাজিক উন্নয়নে তাদের সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করছে। এসব কর্মকর্তারা প্রকৌশলী ডিপ্লোমাধারী উপ-সহকারী প্রকৌশলীদের ন্যায় একই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে একই মেয়াদী শিক্ষা গ্রহন করেছেন। কিন্তু উপ-সহকারী প্রকৌশলীগণ ১০ নং গ্রেডে ২য় শ্রেনীর পদ মর্যাদায় অধিষ্ঠিত থাকলেও কৃষি ডিপ্লোমাধারী উপ-সহকারী কৃষি কর্মকর্তারা উপক্ষিত রয়েছেন। এ বৈষম্য দূর করার জন্য জোর দাবি জানান তারা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে