সাম্প্রতিক সংবাদ

সিঙ্গাপুর বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর

singapur

বিডি নীয়ালা নিউজ(১০ই মার্চ১৬)-অনলাইন প্রতিবেদনঃ এখনো বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর সিঙ্গাপুর, যদিও সারা বিশ্বেই শহরগুলোয় বসবাসের খরচ অনেকটা বেড়েছে।

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট বলছে, জুরিখ, হংকং, জেনেভা বা প্যারিসের চেয়েও সিঙ্গাপুরে জীবনযাত্রার খরচ অনেক বেশি।

১৩৩টি শহর নিয়ে করা এই তালিকায় লন্ডন ষষ্ঠ অবস্থানে আর নিউইয়র্ক সপ্তম অবস্থানে রয়েছে।

সবচেয়ে কম খরচের শহরের তালিকায় রয়েছে জাম্বিয়ার রাজধানী লুসাকা, ভারতের ব্যাঙ্গালোর এবং মুম্বাই।

নিউইয়র্ক শহরের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে বিশ্বের অন্য শহরগুলোর তুলনা করে এই তালিকাটি করা হয়।

এজন্য এসব শহরের ১৬০টি পণ্য ও সেবার মূল্য বিবেচনায় রাখা হয়।

যদিও গতবছর সিঙ্গাপুরের খরচ নিউইয়র্কের তুলনায় অন্তত ১০ শতাংশ কম ছিল।

গবেষকরা বলছেন, ডলারের মূল্যমান হ্রাস-বৃদ্ধির কারণেও অনেক শহরের মানুষের আয়ব্যয় বেড়েছে বা কমেছে।

গত ত্রিশ বছর ধরে বিশ্বের বড় শহরগুলোর উপর এই গবেষণাটি চালিয়ে আসছে ইআইইউ।

সূত্রঃ বিবিসি বাংলা ।

 

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
shared on wplocker.com