বিডি নীয়ালা নিউজ(১৫ই মার্চ১৬)-বিনোদন ডেস্কঃ দেশের গণ্ডি পেরিয়ে এবার বিদেশের মাটিতেও প্রদর্শিত হতে যাচ্ছে রিয়াজ-মাহি জুটি অভিনীত ছবি কৃষ্ণপক্ষ।
আর দেশগুলো হল- সিঙ্গাপুর, ফ্রান্স ও নিউইয়র্ক। ২৩ ও ২৪ মার্চ সিঙ্গাপুরের গোল্ডেন ভিলেজ সিটি স্কয়ার এ ছবিটি প্রদর্শিত হবে।
এছাড়া আসছে বরিবার ফ্রান্স ও নিউইয়র্ক এ প্রদর্শিত হবে। আর এ তথ্য নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক মেহের আফরোজ শাওনের প্রধান সহ-কারি পরিচালক ইব্রাহিম।
‘কৃষ্ণপক্ষ’ ছবিটি কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কৃষ্ণপক্ষ’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে। ইমপ্রেস টেলিফিল্মের সঙ্গে ‘কৃষ্ণপক্ষ’ ছবিটি যৌথভাবে প্রযোজনা করছেন শাওন। রিয়াজ ও মাহি ছাড়াও ‘কৃষ্ণপক্ষ’ ছবির অন্য অভিনয়শিল্পীদের মধ্যে আছেন তানিয়া আহমেদ, মৌটুসী বিশ্বাস, আজাদ আবুল কালাম, কায়েস আহমেদ, ফারুক আহমেদ প্রমুখ।





