500x350_a29449c18507415283ab7d6cc0893d0d_pic_n_120569

ডেস্ক রিপোর্টঃ  নভেম্বরের নয় এবং ১০ তারিখে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিতব্য সার্ক শীর্ষ সম্মেলনে বাংলাদেশ যোগ দিচ্ছে না। বাংলাদেশের যোগ না দেবার বিষয়টি সার্ক মহাসচিব এবং সার্কের বর্তমান সভাপতি দেশ নেপালকে জানিয়ে দেয়া হয়েছে।

বাংলাদেশ ছাড়া এ সম্মেলনে ভারত, ভূটান এবং আফগানিস্তানও যোগ দিচ্ছে না বলে ইতিমধ্যেই সার্কের বর্তমান সভাপতি নেপালকে জানিয়ে দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বিবিসি বাংলাকে বলেন, মূলত বাংলাদেশের অভ্যন্তরীন অবস্থার পরিপ্রেক্ষিতে এ সম্মেলনে যোগ দিচ্ছে না বাংলাদেশ।

তবে, যুদ্ধাপরাধ ইস্যুতে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণে দুই দেশের মধ্যে সম্পর্কের শীতলতাকেও একটি ব্যপার বলে উল্লেখ করেন তিনি।

এদিকে, কাশ্মীর নিয়ে সাম্প্রতিক উত্তেজনার মধ‌্যে ভারতও এবারের সার্ক সম্মেলন বর্জনের কথা জানিয়েছে।

সার্কের নিয়ম অনুযায়ী দক্ষিণ এশিয়ার আট দেশের এ জোটের সব সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে নিতে হয়, অর্থাৎ শীর্ষ সম্মেলনে কোন একটি দেশের প্রধান অনুপস্থিত থাকলে শীর্ষ সম্মেলন হতে পারে না।

ফলে বাংলাদেশ, ভারতসহ চারটি দেশ না যাওয়ায় কার্যত সার্ক শীর্ষ সম্মেলনের বিষয়টি অনিশ্চিত হয়ে গেল।

তবে, ভবিষ্যতে সবগুলো দেশ একমত হলেই আবার সার্ক শীর্ষ সম্মেলন হবে বলে আশা প্রকাশ করেন মি. চৌধুরী।

 

বি/বি/সি/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে