lions-running

বিডি নীয়ালা নিউজ(২২ই মার্চ১৬)-অনলাইন প্রতিবেদনঃ ‘এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়’, সারা পৃথিবী জুড়ে সিংহ গর্জনে আকাশের মাথা নুইয়ে দিচ্ছে সাহিত্যিক নবারুণ ভট্টাচার্যের ‘বিদ্রোহী’ এই লাইন।

অসহিষ্ণুতা নিয়ে সারা দেশ তোলপাড়। রাজনৈতিক খেউড়ে ভড়ে যাচ্ছে শিরোনাম, লেখা হচ্ছে হাজার হাজার শব্দ। আফ্রিকার ডাক শুনতে পাচ্ছেন? সিংহরা বিদ্রোহ করছে। বলছে, “সারা পৃথিবীর মানুষগুলো অসহিষ্ণু। আমাদের বাসভূমি গুলিকেও রেয়াত করছেনা। আমাদের নিয়ে গবেষণা, আমাদের নিয়ে এতো পরিকল্পনা অথচ আমরা আর মাত্র ২২ হাজার, একদিন শেষের কবিতা হয়ে শেষ লাইনে লেখা থাকবে, পৃথিবীতে পশুরাজ সিংহরা ছিলেন”।

নাইজেরিয়াতে খোঁজ চলছে সেই অঞ্চলের শেষ পশুরাজের। এতদিনের সাম্রাজ্যে রাজা আজ শেষের দিন গুনছে।

টানা ২৯ ঘণ্টায় ৯০ মাইল পথ। খোঁজ মিলছে না পশুরাজের। গবেষকরা মনে করছেন, নাইজেরিয়াতে আফ্রিকার গভীর অরণ্যের যে অংশটা রয়েছে তাতে হয়ত ৩০টি সিংহ রয়েছে। তাঁদের আশঙ্কা, আগামী ৫ থেকে ১০ বছরের  মধ্যে হয়ত আর তাঁরাও বেঁচে থাকবে না।

সূত্রঃ জি নিউজ

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে