Obaidul-Kader

বিডি নীয়ালা নিউজ(৯জানুয়ারি১৬)- অনলাইন প্রতিবেদনঃ বর্তমানে সাম্প্রদায়িক উগ্রবাদ মোকাবেলা আওয়ামী লীগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের।

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শনিবার দুপুরে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় তিনি একথা জানান। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আগামী ১১ জানুয়ারি দল আয়োজিত জনসভা সফল করতে এ বর্ধিত সভার আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘‘বিএনপি আন্দোলন করবে এমন দুশ্চিতা আমাদের মাথায় নেই। আমাদের আজকে চ্যালেঞ্জ হচ্ছে একটা ‘গ্লোবাল ফেনোমেইনো’ সেটা কি? তা হচ্ছে সাম্প্রদায়িক উগ্রবাদ। এ সাম্প্রদায়িক উগ্রবাদ মোকাবেলাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। তা মোকাবেলার জন্য ১১ জানুয়ারি জনসভায় আমাদের অঙ্গীকার এবং শপথ নিতে হবে। আমাদের শপথ হলো উগ্রবাদ রুখতে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলব।’’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপির আন্দোলনের হাঁক-ডাক। আষাঢ়ের তর্জন-গর্জন সার। এ তর্জন-গর্জনে বাংলাদেশে এখন আর আন্দোলন করার কোনো পরিবেশ নেই। তাদের আন্দোলনে এখন মরা গাঙ্গে জোয়ার আসবে না।’

 

আওয়ামী লীগের এ সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, ‘বিএনপির আন্দোলন এখন আওয়ামী লীগের জন্য দুশ্চিতার কারণ নয়। কারণ, গত সাত বছরে প্রমাণ হয়েছে তারা আন্দোলনের সক্ষমতা হারিয়ে ফেলেছে। তাদের এখন আন্দোলন করার শক্তি নেই, সামর্থ্য নেই, সাহস নেই এবং জনসমর্থন নেই। কাজেই বিএনপি আন্দোলন করবে এমন দুশ্চিতা এখন আমাদের মাথায় নেই।’

কাদের বলেন, ‘আমাদের এখন কাজ হচ্ছে আমরা ঐক্যবদ্ধ থাকব। আওয়ামী লীগের ক্ষতি যদি আওয়ামী লীগ না করে তাহলে বাহিরের কোনো শত্রু আমাদের ক্ষতি করতে পারবে না। তাই আমাদের শেখ হাসিনার নেতৃত্বে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, মহানগর আওয়ামী লীগের সাধারণ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে