বিডি নীয়ালা নিউজ(20ই মার্চ১৬) নাজমুল হক হৃদয়( রাঙ্গামাটি প্রতিনিধি): রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পার্বত্য চট্রগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হুমকি দেয়ার প্রতিবাদে রাঙামাটি শহরের বিভিন্ন স্থানে রাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগসহ ক্ষমতাসীন দলটির বিভিন্ন সহযোগি সংগঠন। শনিবার রাতে রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মুছা মাতব্বর জানিয়েছেন, ‘সিএইচটি জুম্মল্যান্ড’ নামের একটি উগ্র সাম্প্রদায়িক ফেসবুক পেজে আমাদের নেতাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে । এই পেজটি জেএসএস এর সমর্থকরা চালান বলে জেনেছেন তারা। এই হুমকির প্রতিবাদে শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হচ্ছে বলে জানান তিনি। তিনি বলেন, এই হুমকিদাতা পেজটি অবিলম্বে বন্ধ করার দাবি জানান এবং এই পেজের এডমিনদের গ্রেফতারের দাবি করেন। এদিকে দীপংকর তালুকদারকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে এমন খবর পেয়ে ক্ষোভে ফেটে পড়েন রাঙামাটি আওয়ামীলীগের নেতাকর্মীরা। রাতে শহরের রিজার্ভবাজার,বনরূপা,তবলছড়ি এবং কলেজগেইট এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা। এই সব সমাবেশ থেকে হুমকির জন্য জনসংহতি সমিতিকে দায়ি করা হয় এবং পাহাড়ের অবৈধ অস্ত্র উদ্ধার ও চাঁদাবাজি বন্ধে অবিলম্বে সাঁড়াশি অভিযান চালানোর দাবি জানান তারা।





