IMG_20160211_132900_703

বিডি নীয়ালা নিউজ(১১ই ফেব্রুয়ারী ১৬) নাজমুল হক হৃদয় (রাঙ্গামাটি প্রতিনিধি): সাংবাদিক দম্পতি  সাগর – রুনির হত্যাকান্ডের চার বছর অতিবাহিত হওয়ার  শেষে পাচঁ বছর পদার্পণে এখনো অপরাধীদদের এখনো হদীস মিলে নি। গত ২০১২ সালের ১১ই ফেব্রুয়ারি নৃসংশ্য ভাবে হত্যা করা হয় এই দম্পতি কে।ধ্বংস করা হয় জাতির গনমাধ্যমের দুইটি প্রান কে। সাগর -রুনির হত্যার সাথে সম্পৃক্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাঙামাটিতে কর্মরত গনমাধ্যমের উদ্দ্যোগে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহড়ের ডিসি অফিস প্রাঙ্গনের সামনে মানবন্ধন অনুষ্ঠিত হয়। দৈনিক পার্বত্য চট্রগ্রাম এর সম্পাদক ফজলে এলাহীর সভাপতিত্বে ও হিল নিউজ২৪ এর সম্পাদক মোঃ সোলায়মান এর সঞ্চলনায় অনুষ্ঠানে উপস্হিত ছিলেন রাঙামাটি পৌরসভার নব -নির্বাচিত মেয়র আকবর হোসেন চৌধুরি, রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে,দৈনিক গিরিদর্পন ও সাপ্তাহিক বনছায়া পত্রিকার সম্পাদক এ,কে,এম মকছুদ আহম্মেদ,রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি শাখাওয়াত হোসেন রুবেল,রাঙামাটি প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার আল হক,৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জামাল উদ্দীন সহ প্রমুখ ব্যাক্তিবর্গ। মানবন্ধনে বক্তারা বলেন সাগর -রুনির হত্যার চার বছর পর এখনো অপরাধীদের কেন বিচার এর আওতায় আনা হচ্ছে না।অবিলম্বে সাগর রুনির হত্যাকান্ডের সকল অপরাধীদের দ্রুত বিচার কার্য্যকর করতে সরকারের প্রতি অনুরোধ জানান।বক্তারা আরও বলেন সাংবাদিকদের নিরাপত্তা নেই নিরাপত্তা প্রতি জোর দিয়ে বলেন আর যাতে সাগর রুনির মত কোন সাংবাদিকদের অকালে প্রান হারাতে না হয়।মানবন্ধন শেষে ডিসি অফিস প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহড়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি রিপোর্টস ইউনিটের সামনে এসে শেষ হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে