hillary clinton

বিডি নীয়ালা নিউজ(২৮ই ফেব্রুয়ারী১৬)-আন্তর্জাতিক প্রতিবেদনঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী বাছাই প্রক্রিয়ায় সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যে বড় ধরনের জয় পেয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো বলছে মূলত আফ্রিকান আমেরিকানদের সমর্থনেই প্রত্যাশিত জয় পেয়েছেন হিলারি ক্লিনটন।

মনোনয়ন দৌড়ে তার প্রতিপক্ষ বার্নি স্যান্ডারস ভোটের ফল গ্রহণ করে হিলারি ক্লিনটনকে অভিনন্দন জানিয়েছেন ।

যদিও একিই সাথে লড়াই চালিয়ে যাওয়ারও প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

ওদিকে জয়লাভের পর দেয়া ভাষণে হিলারি ক্লিনটন পরবর্তী প্রাইমারী গুলোতে প্রতিটি ভোটের জন্যে লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার করেন।

এসময় তিনি রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ না করেও তার বক্তব্যের পাল্টা বক্তব্য দেন।

পহেলা মার্চ সুপার টিউসডেতে এগারটি অঙ্গরাজ্যে প্রাইমারীর আগে সাউথ ক্যারোলিনাতেই সর্বশেষ প্রাইমারী অনুষ্ঠিত হলো।

সাউথ ক্যারোলিনায় জয়ের মাধ্যমে হিলারি ক্লিনটন এ পর্যন্ত তাঁর তৃতীয় বিজয় অর্জন করলেন।

এর আগে তিনি আইওয়া ও নেভাডায় জয় পেয়েছিলেন।

অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডারস জয় পেয়েছন নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে।

সূত্রঃ বিবিসি বাংলা ।

Previous articleএশিয়া কাপে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলংকা
Next articleস্বামী বা স্ত্রী কেমন হবে তা জানতে গোয়েন্দা ভাড়া?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here