বিডি নীয়ালা নিউজ(১৬জানুয়ারি১৬)- বিনোদন ডেস্কঃ ঢাকাই ছবির মেগাস্টার খ্যাত নায়ক অনন্ত জলিল স্ত্রী চিত্রনায়িকা বর্ষাকে নিয়ে মাঝে মাঝেই ভ্রমণে বের হন। দেশ বিদেশের সেসব ভ্রমণের টুকিটাকি ভক্তদের মাঝেও শেয়ার করেন। সম্প্রতি অনন্ত বর্ষার জন্য ভেজিটেবল স্যুপ রান্না করেন। আর স্যুপ খাওয়ার ভিডিওটি তিনি দর্শকদের জন্য শেয়ারও করেন।
অনন্ত বলেন, ভেজিটেবল খেতে চাইলে ব্যাংকক চলে আসেন। আর মাছ মাংস খেতে টাকা পয়সা লাগলেও ভেজিটেবল খেতে তেমন টাকা পয়সা লাগে না। আপনার স্বাস্থ্যও এতে সুন্দর থাকবে। আর স্বাস্থ্য সুন্দর হলে বর্ষার মতো আপনিও সুন্দর একটা বউ পাবেন। কারণ মেয়েরা এখন স্বাস্থসবল ছেলেই বেশি পছন্দ করে।’
You’re in reality a good webmaster. This site loading speed is
incredible. It kind of feels that you’re doing any unique trick.
Also, the contents are masterpiece. you’ve
performed a magnificent activity in this subject! Similar here:
dobry sklep and also here: Najlepszy sklep