full_1716542381_1450336060

বিডি নীয়ালা নিউজ( ৬ই সেপ্টেম্বর, ২০১৬ইং)-আন্তর্জাতিক ডেস্কঃ সন্ত্রাসীদের মদদদাতা দেশগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে সিরিয়া। গতকাল (সোমবার) দেশটির বিভিন্ন এলাকায় ধারাবাহিক বোমা হামলায় চার ডজনের বেশি বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার পর দামেস্ক এ আহ্বান জানাল।

সিরিয়ার পররাষ্ট্র নীতি এবং প্রবাসী বিষয়ক মন্ত্রণালয় গতকাল (সোমবার) এক বিবৃতিতে বলেছে, সিরিয়ায় বর্বরোচিত এবং পাশবিক এসব বোমা হামলা ফাতেহ আশ-শাম, জয়েশ আল-ফাতাহ, আহরার আশ-শাম এবং আরো বহু সন্ত্রাসী গোষ্ঠীর ধারাবাহিক নৃশংসতারই অংশ। এসব উগ্র সন্ত্রাসী গোষ্ঠী জাতিসংঘের মানবাধিকার নীতিমালা, আইন এবং নিয়মকানুনের তোয়াক্কা করে না।

বিবৃতিতে আরো বলা হয়েছে, সন্ত্রাসীদের এসব ভয়ানক অপরাধ এবং গণহত্যা সন্ত্রাসবাদের বিরুদ্ধে অব্যাহত লড়াইয়ের পথ থেকে দামেস্ককে কোনোভাবেই বিরত রাখতে পারবে না। পাশাপাশি কেবলমাত্র সিরিয় জনগণের মধ্যে আলোচনার মাধ্যমে এ সংকটের রাজনৈতিক সমাধান বের করতে দামেস্ক বদ্ধপরিকর বলেও বিবৃতিতে প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

সিরিয়া সরকার অবিলম্বে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর পাশবিক হামলার নিন্দা জানানোর পাশাপাশি সন্ত্রাসীদের মদদদাতা দেশগুলো বিশেষ করে সৌদি আরব, তুরস্ক, কাতার এবং ফ্রান্সের  বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে