perlament

বিডি নীয়ালা নিউজ(২৬ই মার্চ১৬)-অনলাইন প্রতিবেদনঃ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দুই দিনের ‘থ্রিডি ভিডিও ম্যাপিং প্রদর্শনী’র উদ্বোধন করা হয়েছে।

‘সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ শীর্ষক এই প্রদর্শনী আয়োজন করেছে পরিকল্পনা মন্ত্রণালয়।

প্রদর্শনীর আগে সন্ধ্যায় মানিক মিয়া অ্যাভিনিউ থেকে সংসদ ভবনের দেয়ালে তিনটি পতাকার প্রতিবিম্ব দেখা যায়। পরে গানে গানে শুরু হয় এই আয়োজন।

শুরুতে শিল্পী সাবিনা ইয়াসমিন, ফকির আলমগীর, রুমানা ইসলাম খান, কনক চাঁপা ও সৈয়দ আবদুল হাদীসহ অন্যরা সংগীত পরিবেশন করেন।

এরপর রাত পৌনে ১০টার দিকে পলাশীর ঘটনা দিয়ে শুরু হয় ‘থ্রিডি ভিডিও ম্যাপিং’ প্রদর্শনী। এই থ্রিডি প্রদর্শনীর প্রথম পর্বে একে একে দেখানো হয় সাতচল্লিশের দেশভাগ কাহিনী, বায়ান্নর মিছিল, আবার কখনো আঙুল উচিয়ে বক্তব্য দেওয়া বঙ্গবন্ধু।

 

শনিবারে প্রদর্শনীর দ্বিতীয় অংশটি দেখানো হবে ।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে