IMG_20160216_145500_314

বিডি নীয়ালা নিউজ(১৬ই ফেব্রুয়ারী১৬) নাজমুল হক হৃদয় (রাঙ্গামাটি প্রতিনিধি): এই স্লোগানকে সামনে রেখে কুইজার্স বাংলাদেশ এর সার্বিক সহায়তায় ও বাংলাদেশ শিশু একাডেমী রাঙামাটি পার্বত্য জেলা শাখার উদ্দ্যেগে জাতীয় শিশু -কিশোর কুইজ উৎসব -২০১৬ আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা শিশু একাডেমী মিলনায়তনে জেলা শিশু সংগঠক অর্চনা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্হিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কনিকা চাকমা,লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ এর সিনিয়র শিক্ষক নূর মোহাম্মদ, মনোঘর আবাসিক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আনন্দ মিত্র চাকমা,শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক উৎপল চাকমা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কনিকা চাকমা।

IMG_20160216_145418_924

সভায় বক্তারা বলেন কুইজ উৎসবের মাধ্যমে শিক্ষার্থীর জ্ঞানের পরিধি অনেক বেড়ে যাবে।নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পারবে।যা একজন শিক্ষার্থী সঠিকভাবে গড়ে তুলতে সহায়তা করবে,যা ভবিষ্যৎতে নিজেদের অনেক সঠিক তথ্য দিবে।অতিথিদদের বক্তব্য শেষে কুইজ উৎসব শুরু হয়।এতে রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়, রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ, মনোঘর আবাসিক উচ্চ বিদ্যালয়, শহীদ আব্দুল একাডেমী হতে শুরু করে প্রায়ই ১৪ টি স্কুলের শিক্ষার্থীরা উক্ত কুইজ উৎসবে অংশগ্রহন করে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে