orko hasan

বিডি নীয়ালা নিউজ(৩ সেপ্টেম্বর ২০১৬ইং) অর্ক হাসান,বিশেষ প্রতিনিধিঃ –  শিল্প-সাহিত্যের বিকাশ ছাড়া জঙ্গিবাদ রোধ করা সম্ভব নয় বলে অভিমত ব্যক্ত করেছেন বিশিষ্ট জনেরা।শুক্রবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সাহিত্য পুরষ্কার বিতরণ অনুষ্ঠান শেষে তারা এ কথা বলেন।

দেশ বরেণ্য সাহিত্যিক-গবেষক ড সফিউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদীচি শিল্পীগোষ্ঠীর সভাপতি, দেশ বরেন্য  বুদ্ধিজীবী কামাল লোহানী। অনুষ্ঠান উদ্বোধন করেন নটরডেম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ফাদার বেঞ্জামিন কস্তা সি এস সি। বিশেষ অতিথি ছিলেন কবি আমিনুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড বিশ্বজিৎ ঘোষ, কথাসাহিত্যিক ড শাকির সবুর, খিলখিল কাজী, খুরশীদ আনোয়ার জসীমউদ্দীন,অর্ক হাসান, কবি ইমরুল কায়েস প্রমুখ।

প্রধান অতিথি কামাল লোহানী বলেন আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করলেও এখনও পাকিস্তানী ও ব্রিটিশদের আদর্শ ত্যাগ করতে পারিনি। এটা আমাদের বড় ব্যর্থতা।

তৃণমূল সাহিত্য আন্দোলনের পুরোধা প্রকাশনা সংস্থা লেখাপ্রকাশের ৮ টি সাহিত্য পুরষ্কার এবার যারা পেলেন -বুলবুল খান মাহবুব(কবিতা),শওকত মোমেন শাহজাহান (মরনোওর কবিতা), নাজির হোসেন (উপন্যাস), সালেহ আহমেদ(ছোট গল্প), খালেদা বেগম (বড়গল্প), আফরোজা পারভিন (শিশু সাহিত্য), কামাক্ষা নাথ সেন (মরনোওর আইন সাহিত্য), খান মোহাম্মদ খালেদ (ছড়া), ড হারুন রশীদ (প্রবন্ধ), জুলফিকার হায়দার (গবেষণা প্রবন্ধ), নীহার সরকার(কলাম), মাসুম ফেরদৌস(গীতিকবিতা), সালমান তিতাস(সায়েন্স ফিকশান) মধুশ্বীনি মোহনা (অনুবাদ), খান মাহমুদ (পলল,প্রকাশনা), লুতফর চৌধুরী (ভ্রমন সাহিত্য), তারিক ফেরদৌস খান (প্রচ্ছদ সাহিত্য) ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে