sirajgonj-2

বিডি নীয়ালা নিউজ(৭ই ফেব্রুয়ারী ১৬) মারুফ সরকার (সিরাজগনজ প্রতিনিধি):  সিরাজগঞ্জ শহরের জানপুর ও পাশ্ববর্তী মহল্লার সাধারণ নাগরিকবৃন্দ ক্ষুব্ধ হয়ে একই মাহল্লার মাদক বিক্রেতা, চাঁবাবাজ, অসামাজিক কর্মকান্ডে জড়িত দূর্ধর্ষ নারী শুকতারা বেগম ও তার পরিবারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের আবেদন জানিয়ে পুলিশ সুপার বরাবর গণদরখাস্ত দাখিল করেছেন। এলাকার বাসিন্দা বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, সরকারী স্কুলের শিক্ষক নুরুল আলম, সাবেক কমিশনার আশরাফ আলী আসু, জেলা যুবলীগের শ্রম ও কর্মসংস্থান সম্পাদক মাহবুব রহমান, রাজনীতিবীদ সাজিরুল ইসলাম আলভী, ইমতাজ আলী কুমকুমসহ প্রায় অর্ধশত বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ গণদরখাস্তে স্বাক্ষর করেছেন। তারা দরখাস্তে বলেছেন, দীর্ঘদিন যাবৎ শুকতারা ও তার পরিবার এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজী ও অসামাজিক কাজে লিপ্ত রয়েছে। তাদের এহন কর্মকান্ডে এলাকার মানুষ অতিষ্ট হয়ে পড়েছে। শুকতারা তার অবৈধ ব্যবসা পরিচালনার জন্য একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছে। এই সন্ত্রসী বাহিনীর কাজ ‘হচ্ছে হয় চাঁদা ঠিকমত দিবি নইলে রাতের অন্ধকারে বাড়ী ছাড়বি’। এই সন্ত্রাসী বাহিনীর সর্বশেষ শিকার হয়েছেন কাজিপুর সরকারী বালিকা বিদ্যালয়ের শিক্ষক নুরুল আলম। গণদরখাস্তে স্বাক্ষরকারীরা অবিলম্বে এই সন্ত্রাসী বাহিনীকে দমন করতে পুলিশ বিভাগের পদক্ষেপ কামনা করেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে