linux_microsoft

বিডি নীয়ালা নিউজ(১২ই মার্চ১৬)-বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিবেদন:  সফট জায়ান্ট মাইক্রোসফট এতদিন তাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য সফটওয়্যার বানিয়ে আসছে। আর এবার লিনাক্সের জন্য ডেটাবেজ সফটওয়্যার বানাচ্ছে যা ২০১৭ সালের মাঝামাঝি বাজারে আসবে।

এসকিউএল সার্ভার এর উইন্ডোজ সংস্করণ অনেকেই তাদের ডেটাবেজ চালাতে ও সংরক্ষণ করতে ব্যবহার করে থাকেন। এসকিউএল সার্ভার সফটওয়্যারের এই সংস্করণ লিনাক্সের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। আর এই সফটওয়্যারটি লিনাক্সের সকল সংস্করণেই চলবে।

বর্তমানে ডেটাবেজ সফটওয়্যারের বাজারে মাইক্রোসফটের ২১ শতাংশ শেয়ার রয়েছে। এখানে সবচেয়ে বেশি শেয়ার ওরাকল ডেটাবেজ সিস্টেমের। লিনাক্সের জন্য এসকিউএল সফটওয়ারের নতুন সংস্করণ আনলে তা বাজারে মাইক্রোসফটের শেয়ার বাড়াবে বলে আশা করছে মাইক্রোসফট।

সুত্রঃ এক্সট্রিম টেক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে