বিডি নীয়ালা নিউজ(২৩জানুয়ারি১৬)-স্পোর্টস ডেস্কঃ সদ্য সমাপ্ত জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টি-২০ সিরিজটা ছিল পরীক্ষা-নিরীক্ষার! সেই পরীক্ষায় অতটা সফল হতে পারেনি টাইগাররা। ২-২ ব্যবধানে সিরিজ শেষ করেছে বাংলাদেশ।
প্রথম দুটি ম্যাচে মাশরাফি বিন মুর্তজার দল জয় তুলে নিলেও শেষ দুটি ম্যাচে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। ওই দুই ম্যাচে নবাগতদের নিয়ে গড়া দল নিয়ে হেরেই মাঠ ছেড়েছে স্বাগতিকরা। এমন ফলে টি-২০ র্যাংকিংয়ে বাংলাদেশের পতন ঘটেছে। দশম স্থানে থেকে সিরিজ শুরু করা বাংলাদেশ নেমে গেছে ১১তম স্থানে। বাংলাদেশকে টপকে দশম স্থান দখলে নিয়েছে স্কটল্যান্ড।
১৬ ম্যাচে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৬৪। টাইগারদের ছাড়িয়ে যাওয়া স্কটল্যান্ডের সংগ্রহ ৬৬ পয়েন্ট। স্কটিশরা খেলেছে ১০ ম্যাচ। র্যাংকিংয়ে শীর্ষে থাকা ওয়েস্ট ইন্ডিজের ভান্ডারে জমা আছে ১১৮ রেটিং পয়েন্ট।
অপরদিকে টাইগারদের সঙ্গে ২-২ ব্যবধানে সিরিজ শেষ করলেও জিম্বাবুয়ের র্যাংকিংয়ে কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে জিম্বাবুইয়ানরা রয়েছে ১৪তম স্থানে। তবে রেটিংয়ে ৪ পয়েন্ট উন্নতি হয়েছে। ২২ ম্যাচ খেলে হ্যামিল্টন মাসাকাদজার দলের সংগ্রহ ৫৪ পয়েন্ট।
Wow, marvelous weblog format! How lengthy have you ever been blogging for?
you make blogging glance easy. The whole look of your site is wonderful, let alone the content!
You can see similar here najlepszy sklep
Wow, incredible weblog structure! How lengthy have you been blogging for?
you make running a blog look easy. The total glance of your site is excellent, as neatly as the content!
You can see similar here najlepszy sklep