বিডি নীয়ালা নিউজ( ১৬ই আগস্ট ২০১৬ইং )-স্পোর্টস ডেস্কঃ রিও অলিম্পিকে দ্বিতীয় সোনা জিতল স্বাগতিক ব্রাজিল। ছেলেদের পোল ভল্টে অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতেছেন থিয়াগো ব্রাজ দা সিলভা।
গেমসের দশম দিন বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে থিয়াগো ৬.০৩ মিটার উচ্চতায় লাফিয়ে সোনা জিতেছেন।
২০১২ লন্ডন অলিম্পিকে এই ইভেন্টে সোনা জেতা ফ্রান্সের রেনদ লাভিলেনি ৫.৯৮ মিটারে জিতেছেন রুপা। আমেরিকার স্যাম হেনড্রিক্স ব্রোঞ্জ জিতেছেন ৫.৮৫ মিটার উচ্চতায়।
এবারের অলিম্পিকে ব্রাজিলকে প্রথম সোনা এনে দিয়েছিলেন রাফায়েলা সিলভা। গত মঙ্গলবার তিনি সোনা জিতেছিলেন জুডোতে।





