বিডি নীয়ালা নিউজ(২রা সেপ্টেম্বর, ২০১৬ইং) নাজমুল হক হৃদয়(রাঙ্গামাটি প্রতিনিধি): ‘রুখে দাঁড়াও বাংলাদেশ’- এই শ্লোগানকে সামনে রেখে রাঙামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির আয়োজনে দেশে চলমান সন্ত্রাস ও
জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণের সামনে প্রধান সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মানববন্ধনে রাঙামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি মোঃ হাসান কবির’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আইনজীবী সহকারী সমিতির সহ-সাধারণ সম্পাদক বিমল
বিশ্বাস। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক সুধীর কান্তি মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।





