SAKA_546613178

বিডি নীয়ালা নিউজ(১৬ই ফেব্রুয়ারী ১৬)-ঢাকা প্রতিনিধিঃ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায় ফাঁসের মামলায় সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী-পুত্রসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।একয় সঙ্গে আগামী ২৮ মার্চ সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।ঢাকায় অবস্থিত দেশের একমাত্র সাইবার ট্রাইব্যুনালের বিচারক কে এম সামশুল আলম আসামীদের বিরুদ্ধে এ অভিযোগ গঠন করেন।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোঃ নজরুল ইসলাম বলেন, আভিযোগ গঠনের আগে আসামীপক্ষ মামলার দ্বায় থেকে অব্যাহতি চেয়ে  আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন। অভিযোগ গঠনের শুনানীকালে সালাউদ্দীন কাদেরের স্ত্রী ফারহাদ কাদের ও পুত্র হুম্মাম কাদের ও আইনজীবী ব্যারিষ্টার ফখরুল ইসলাম ট্রাইবুনালে হাজির ছিলেন।

আসামিরা হলেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী, ছেলে হুম্মাম কাদের চৌধুরী, সাকার আইনজীবী ব্যারিস্টার একেএম ফখরুল ইসলাম, সাকার ম্যানেজার একেএম মাহবুবুল হাসান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অফিস সহকারী (সাঁটলিপিকার) ফারুক হোসেন ও পরিচ্ছন্নতাকর্মী নয়ন আলী এবং ব্যারিস্টার ফখরুল ইসলামের জুনিয়র আইনজীবী মেহেদী হাসান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে