সাম্প্রতিক সংবাদ

রাঙামাটিতে শিশু পার্ক চালুর দাবিতে মানববন্ধন

park-01-300x167

বিডি নীয়ালা নিউজ(৬ই মার্চ১৬) নাজমুল হক হৃদয়( রাঙ্গামাটি প্রতিনিধি): অবিলম্বে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে এবং প্রয়োজনীয় শিশুতোষ উপকরণ স্থাপন করে রাঙামাটি শিশু পার্ক চালুর দাবিতে মানববন্ধন করেছে ‘ইয়থ’ নামের একটি সামাজিক সংগঠন। রোববার সকালে রিজার্ভবাজারস্থ রাঙামাটি পার্কের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে,রাঙামাটি শিশু নিকেতনের অধ্যক্ষ মোস্তফা কামাল, তৈয়বিয়া আইডিয়াল স্কুলের অধ্যক্ষ আকতার হোসেন চৌধুরী,দৈনিক পার্বত্য চট্টগ্রাম সম্পাদক ফজলে এলাহী,নির্ঝর সংঘের সভাপতি মো: রমজান আলী, ইয়ুথ এর পরিচালক সাইফুল বিন হাসান,মো: ইকবাল হোসেন প্রমূখ। বক্তারা বলেন, দীর্ঘদিন যাবত অযতœ আর অবহেলায় পড়ে থাকা রাঙামাটি পার্কটি এখন মাদকের আখড়ায় পরিণত হয়েছে,অথচ শহরে শিশুদের বিনোদনের জন্য কোন পার্ক নাই। তারা অবিলম্বে পার্কটি চালু করে রাঙামাটির শিশুদের সুস্থ বিনোদন নিশ্চিত করার দাবি জানান। সমাবেশে বক্তারা বলেন, আয়তনে দেশের সবচে বড় জেলা রাঙামাটি এবং প্রাকৃতিক সৌন্দর্য্যের জন্যও এই জেলা বিখ্যাত। কিন্তু দু:খজনক হলেও সত্য যে,এই জেলায় শিশুদের বিনোদনের জন্য কোন পার্ক নেই। এটা রাঙামাটিবাসির জন্যই লজ্জার। বক্তারা এই বছরের জুন মাসের মধ্যেই পার্কটি চালু করা না হলে কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
shared on wplocker.com