সাম্প্রতিক সংবাদ

রাংগামাটিতে দরিদ্র ও অসহায়, ঝড়ে পড়া শিশুদের নিয়ে শিক্ষাদান কার্যক্রম 

IMG_20160304_120135_142

বিডি নীয়ালা নিউজ(৪ই মার্চ১৬) নাজমুল হক হৃদয় ( রাঙ্গামাটি প্রতিনিধি): পারিবারিকভাবে অসচ্ছল দরিদ্র শিশুদের বিশেষ শিক্ষাদান কার্যক্রম  এই স্লোগান কে সামনে রেখে প্রিয় রাঙামাটি নামক একটি স্বেচ্ছাসেবামূলক সংগঠন দরিদ্র ও অসহায়,ঝড়ে পড়া শিশুদের নিয়ে প্রিয় রাঙামাটি নামক  একটি বিদ্যালয়ে  আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। শুক্রবার সকাল ১১. ৩০ রাঙামাটি শিশু নিকেতন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। তিন পার্বত্য জেলার অনলাইন ব্লাড ব্যংক জীবন এর প্রতিষ্ঠাতা পরিচালক সাজিদ বিন জাহিদ মিকির সঞ্চানলায় ও  রাঙামাটি শিশু নিকেতনের অধ্যক্ষ ও বাংলাদেশ টেলিভিশন রাঙামাটি জেলা প্রতিনিধি মোঃ মোস্তফা কামাল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন  , ৩৩৩ নং সংরক্ষিত মহিলা আসন এর সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন রাঙামাটি সদরের ইউন ও মোঃ কামাল উদ্দীন,সাবেক প্রেস ক্লাব সভাপতি সুনিল কান্তি দে,বিশিষ্ট সমাজ সেবক মনিরুজ্জামান মহসিন রানা,সাবেক ২নং ওয়ার্ড এর পৌর কাউন্সিলর মোঃ হামিদ আহম্মেদ,সাবেক ২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মালেক,ছাত্রনেতা আব্দুল জব্বার সুজন সহ অত্র সংগঠনের সকল সদস্য ও ৩০ জন দরিদ্র শিশু এবং তাদের অভিভাবকবৃন্দ সহ প্রমুখ ব্যাক্তিবর্গ উপস্হিত ছিলেন। সভায় বক্তারা বলেন এই প্রথম  রাঙামাটিতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে স্কুল করা হয়েছে। এই স্কুলের সুবিধাবঞ্চিত শিশুরা শিক্ষা গ্রহন করে নিজেদের গড়ে তুলতে পারবে। নিজেদের জ্ঞানের সমৃদ্ধি হবে।তাহলে আর কোন সুবিধাবঞ্চিত শিশুদের অকালে ঝড়ে পড়বে না। অনুষ্ঠান শেষে  প্রিয় রাঙামাটি স্কুলের সুবিধাবঞ্চিত  ৩০ জন শিশুর মাঝে অতিথি বৃন্দরা  শিক্ষা উপকরন দিয়ে প্রিয় রাঙামাটি স্কুলের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
shared on wplocker.com